লামডিংয়ে নন্দিনী’র বার্ষিক সম্মেলন : মুখপত্র ‘অস্মিতা' উদ্বোধন


স্বপন দাস, লামডিং : 
লামডিঙের মহিলা পরিচালিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ‘নন্দিনী’র বার্ষিক সম্মেলন সহ বইমেলার শুভ উদ্বোধন হলাে গত ১৮ মে। ১৮ মে থেকে ২০ মে অবধি চলা এই সমারােহের শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল, জ্যোতিপ্ৰসাদ এবং ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য প্রদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এতে অংশ নেন হরুংফার নামঘরের ‘গােপিনী সংঘ’-এর সদস্যবৃন্দ। সমবেত উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তাপসী বরুয়ার পরিচালনায় নন্দিনীর সদস্যবৃন্দ। দিহা নাম’ পরিবেশন করেন পূর্ণিমা সনােয়লের পরিচালনায় গােপিনী সংঘের সদস্যরা। 
নিউকলােনি বয়েজ ক্লাবের বিদ্যাসাগর মঞ্চের আয়ােজিত সমারােহের পরবর্তী অনুষ্ঠান হিসাবে ছিল বইমেলার উদ্বোধন। বইমেলা প্রাঙ্গণে কলকাতা, ত্রিপুরা এবং লামডিঙের প্রকাশন সংস্থা সমূহের স্টল উদ্বোধন করেন ‘ঘরােয়া’র চিফ এগজিকিউটিভ অফিসার অনুপ কুমার দাস, এমপ্লয়িজ ইউনিয়নের বিভাগীয় সম্পাদক সমীর লােধ, বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সম্পাদক ভােলানাথ চক্রবর্তী, ঋষি অরবিন্দ অ্যাকাডেমির অধ্যক্ষ লক্ষণ রায়, গুরুকুলের শিক্ষিকা শম্পা লােখ। বই কেন পড়বাে, বই পাঠের আনন্দ উপযােগিতা নিয়ে ভাষণ দেন বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সভাপতি অনিমেষ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘নন্দিনী’র সভানেত্রী জয়শ্রী আচার্য। 


একই দিন বিকালে নন্দিনী সংস্থার মুখপত্র ‘অস্মিতা'র উদ্বোধন করা হয়। এছাড়া শিশুদের শৈশব অসুরক্ষিত কেন' শীর্ষক আলােচনায় শিশু শ্রম, পড়াশুনােয় শিশুদের উপর অত্যধিক চাপ ইত্যাদি নিয়ে জ্ঞান গর্ভ আলােচনায় অংশ নেন বিশিষ্ট কবি, সহিত্যিক এবং গবেষকগণ। উপরােক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কলকাতার কবি দেবকিশাের চক্রবর্তী, ত্রিপুরা থেকে আগত কবি, প্রাবন্ধিকদের মধ্যে গােবিন্দ ধর, অশােকানন্দ রায় বর্ধন, অভীক কুমার দে, সঞ্জীব দে ও গােপালচন্দ্র দাস। 
অনুষ্ঠানের তিনদিন আবৃত্তি, ছড়া, সংগীত, নৃত্য এবং চিত্রাঙ্কন প্রতিযােগিতা ছাড়াও দ্বিতীয় দিনের সাংস্কৃতিক কর্মসূচিতে বিশেষ আকর্ষণ হিসাবে ছিল কলকাতার ‘দিলদরিয়া সংস্থার লােকগীতি। ২০ মে-র আকর্ষণীয় অনুষ্ঠান - নাটক ‘নটী বিনােদিনী'। বিভিন্ন দিনে সঞ্চালনা ও পরিচালনায় নন্দিনীর সদস্যদের ছিলেন তনুশ্রী আচার্য, অরুণা দে দাস, রিক্তা লােধ, শান্তু পাল, সুজাতা চক্রবর্তী, রেখারানি দাস, পায়েল পাল, দীক্ষা লােধ, সঞ্জু মালাকার, নিভা চক্রবর্তী এবং অন্যান্যরা।



SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: