শিশু সুরক্ষার ওপর জোর দিলেন রাজ্যপাল জগদীশ মুখী

গুয়াহাটিঃ শিশু সুরক্ষায় নিয়ােজিত স্বেচ্ছাসেবী সংগঠন গুলাে এবং পুলিশ বিভাগের সহযােগিতায় অনুষ্ঠিত দুদিনব্যাপী কর্মশালায়, শেষ দিনে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী বলেন সমাজকে শিশু সুৰক্ষায় পুলিশের সহযােগিতা নিয়ে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আসাম ষ্টেট কমিশন ফর প্রােটেকশন অফ চাইন্ড রাইটস এবং ন্যাশনাল কমিশন ফর প্রােটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে আয়ােজিত এই কর্মশালায় রাজ্যপাল শিশু সুরক্ষার উপর গুরুত্ব আরােপ করে এই কথা বলেন। আজ খানাপাড়া অ্যাডমিনিষ্টেটিভ স্টাফ কলেজের প্রেক্ষাগৃহেরাজ্যপাল বলেন, আসামের ৪১ শতাংশ জনসংখ্যা ০-১৮ বয়সের মধ্যে তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষা খুবই জরুরি। শিশুদের বিরুদ্ধে হিংসাত্বক ঘটনা এবং যৌন নির্যাতনের অভিযােগগুলি খতিয়ে দেখে পুলিশকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সচেতন নাগরিকদেরও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। রাজ্যপাল বলেন, ভারতীয় সংবিধানে শিশু সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রােটেকশন অফ চাইল্ড রাইটসের সদস্য সচিব গীতা নারায়ণ এবং আসাম ষ্টেট কমিশন ফর প্রােটেকশন অফ চাইন্ড রাইটসের চেয়ারম্যান ডঃ সুনিতা চাংকাকতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মশালায় বক্তব্য রাখেন।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: